আজ || সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন       গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ    
 


মিশরে সরকারবিরোধী আন্দোলনে নিহত ৮

মিশরের সুয়েজ শহরে পুলিশ এবং সরকারবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাড়ে তিনশোরও বেশি।

মিশরে মোবারক পতনের দুই বছর পূর্তিতে দেশটির বিভিন্ন স্থানে র‍্যালি ও সমাবেশ চলাকালে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা ঘটে।

কায়রোর তেহরির স্কয়ারে শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভে জড়ো হতে থাকে হাজার হাজার জনতা।

কায়রোর রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মাধ্যমে জানা যায় কায়রোর তেহরির স্কয়ারের সামনে শুক্রবার বিক্ষোভকারীরা জমা হতে থাকলে পুলিশ এতে বাধা দেয় ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এতে বিক্ষোভ-সংঘর্ষ ছড়িয়ে পড়ে অনেক শহরে। সুয়েজ ছাড়াও আলেকজান্দ্রিয়া, ইসমাইলিয়াসহ অন্যান্য শহরগুলোতেও সহিংসতা ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারীরা আলেকজান্দ্রিয়ায় সরকারী ভবন ও মুসলিম ব্রাদারহুডের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

সুয়েজ শহরে সরকারবিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পাঁচজন ব্যাক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির চিকিৎসকেরা।

এই সংঘর্ষে পুরো মিশর জুড়ে সাড়ে তিনশোরও বেশি মানুষ আহত হয়েছে।

মিশরের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি ও তার দল মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে মিশরে বিক্ষোভ চলছে অনেকদিন ধরেই।

প্রেসিডেন্ট মোরসি সর্বময় ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয়ার পর এর প্রতিবাদে মিশরে আন্দোলন আরও তীব্র হয়েছে।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সর্বময় ক্ষমতা গ্রহণের ঘোষণা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। মিশরের ধর্মনিরপেক্ষ দলগুলো আগের আন্দোলনের দাবিগুলো আবার সামনে নিয়ে এসেছে।

আন্দোলনকারীদের অনেকেই বলেন যে, মোরসিকে যে আশায় তারা ভোট দিয়েছিলেন তার প্রতিফলন দেখতে পাচ্ছেননা। মিঃ মোরসি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেননি।

তবে এ অভিযোগ বরাবরই তা অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট মোরসি। তিনি অবিলম্বে এই সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সুত্রঃ বিবিসি

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!