পূর্ব আফগানিস্তানে ন্যাটো ট্রাকের একটি কনভয়ের উপর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৫ জন নিহত ও আরো ২৫ জন আহত হয়েছে। সূত্র-এনডিটিভি
ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত জেনারেল ফজিলুদ্দিন আয়ার বলেছেন বোমারুটি কনভয় আক্রমণে ব্যর্থ হয়। ফলে এর কোন ক্ষতি হয় নি।
শুক্রবার পূর্বঞ্চলীয় কাপিসা প্রদেশের তাগাব জেলায় এই আক্রমণের ঘটনা ঘঠে।
মন্ত্রনালয়ের বরাত দিয়ে রাজধানী কাবুল থেকে বার্তা সংস্থা জানায় বোমারুটি একটি আবাসিক ঘরে ঢুকে পড়লে একই পরিবারের চার জন নিহত হয়।
সংবাদ মাধ্যমে প্রেরিত এক ম্যাসেজে তালিবানরা এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।