আজ || মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


ইবি ছাত্রলীগ নেতা গুম,মহাসড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামকে মঙ্গলবার রাত থেকে পাওয়া যাচ্ছে না। তার পরিবার থেকে ধারণা করা হচ্ছে তাকে গুম করা হয়েছে। এদিকে ছাত্রলীগ নেতা সাইফুল নিখোঁজের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা বুধবার ১ ঘন্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকার ফার্মগেটে রাত ১০টা তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা জুয়েলের সঙ্গে অবস্থান করছিলেন। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা। জানা গেছে, ছাত্রলীগ নেতা জুয়েল ফার্মগেট থেকে সাইফুলকে কাজী পাড়ার গাড়িতে উঠিয়ে দেয়। সেখানে সে তার এক আত্মীয়ের কাছে যাচ্ছিল। এরপর থেকে সাইফুলের সবকটি মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ বিষয়ে সাইফুল ইসলামের বড় ভাই সাদ রহমান জানান, সাইফুল ঢাকায় ছিল। মঙ্গলবার রাত ১০টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বঙ্গবন্ধু হল ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বাবু জানান, সাইফুল আসন্ন কাউন্সিলে সভাপতি প্রার্থী ছিলেন এবং তার সভাপতি পদ অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় বিরোধী গ্র�প তাকে গুম করেছে। এদিকে সাইফুল ইসলাম নিখোঁজের খবরে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত অবরোধ করে রাখে বঙ্গবন্ধু হল ছাত্রলীগ। পরে ৪টায় কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসন বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সময় নিলে অবরোধ প্রত্যাহার করে নেয় নেতাকর্মীরা। এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, তারা অবরোধকারীদের কাছ থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সময় নিয়েছেন এবং ফার্মগেট থানাসহ দেশের সব থানায় বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, এটা একটা দুর্ঘটনাও হতে পারে। দুই একদিন গেলে সব বোঝা যাবে। তবে বৃহস্পতিবার ১০টার মধ্যে তার খোঁজ না দিতে পারলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ নেতারা। অপরদিকে, এ ঘটনায় ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!