কাশ্মির সীমান্তে ভারতীয় দুই সেনাকে শিরশ্ছেদে হত্যা করে এক জওয়ানের মাথানিয়ে গেছে বলে নয়াদিল্লি যে অভিযোগ করেছে তাও নাকচ করে দেন পারভেজমোশাররফ। তিনি বলেন, ‘মাথা কেটে কোনো সেনার লাশ ফেরত দেওয়া একটি অমার্জনীয়অপরাধ। কিন্তু, পাকিস্তানের সেনাদের আমি চিনি, এ ধরনের নিষ্ঠুরতা আমাদেরসংস্কৃতি নয়।’
ভারতের রাজনীতিবিদ ও মিডিয়াসহ সবারই হুজুগে মেতে ওঠার প্রবণতা আছে বলেও মন্তব্য করেন পারভেজ মোশাররফ।