আজ || শুক্রবার, ১৩ Jun ২০২৫
শিরোনাম :
  গোপালপুর কামিল মাদ্রাসার হিরক জয়ন্তী অনুষ্ঠিত       ধনবাড়ীর পানকাতা ইসলামিয়া হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী       গোপালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ‘ভূমি মেলা’ উদ্বোধন       বিভাগীয় সমাবেশ সফল করতে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা       কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি গোপালপুরের মনিরুজ্জামান নিখোঁজ       গোপালপুরে কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ৩ গরু ছাই       গোপালপুরে বিষমুক্ত ফল-ফসল-সবজি আবাদে পার্টনার কংগ্রেস       ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভাষা ও সংস্কৃতি রক্ষার কাজ আরো সুদৃঢ করার অঙ্গিকার       গোপালপুরে ‘বিস্ফোরণ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন    
 


বড় কমিশনের লোভেই রাশিয়ার সঙ্গে চুক্তি

রাশিয়ার সঙ্গে বড় কমিশনের লোভেই সরকার ১২ হাজার কোটি টাকার বিভিন্ন চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ গণতন্ত্র উন্নয়ন ফোরাম আয়োজিত গণতন্ত্রের শাসন সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার বলেন, এমন আত্মঘাতী ঋণ কোন সরকার নেয় না। এ সরকার নিয়েছে। কারণ, তারা বড় কমিশন পাবে। বড়লোক হবে।

তিনি বলেন, এসব চুক্তির সঙ্গে দুর্নীতি জড়িত। চুক্তিগুলোর সুফল জনগণ কোনদিনই পাবে না। সর্বোচ্চ সুদে এই ঋণ নেয়া হচ্ছে উল্লেখ করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ১২ হাজার কোটি টাকা ঋণ দেবে রাশিয়া। কিন্তু তারা শর্ত বেঁধে দিয়েছে। অস্ত্র কিনতে আর পারমাণবিক ২ বিদ্যুৎ  কেন্দ্রের সমীক্ষা ও পরীক্ষা চালাতে হবে।

এজন্য ২০২০ সাল পর্যন্ত সময় লাগবে। তত দিনে সঙ্কট আরও বেশি হবে। আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট বোরহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ারস এসোসিয়েশন মহাসচিব একে নেসারউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!