বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেবেন।
তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানিতে আদালতে হাজির হবেন খালেদা জিয়া। একইদিন মামলার চার্জশিট আমলে না নিয়ে তাকে মামলা থেকে অব্যাহতির আবেদনের উপরও শুনানি হবে বলে তিনি জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন দুপুর ১টা নাগাদ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হবেন বলে সূত্র নিশ্চিত করেছে। এর আগে খালেদা জিয়ার উপস্থিতিতে ওই মামলায় শুনানির সময় পেছানো হয়েছে।
[বাংলাদেশটাইমস.নেট/রঞ্জিত সরকার/ ঢাকা]