আজ || মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


ইসরায়েল পশ্চিম তট থেকে তাঁবু বিক্ষোভকারিদের উচ্ছেদ

ইসরায়েলি পুলিশ পশ্চিম তীরে তাঁবু স্থাপনকারি ফিলিস্তিনি ও আন্তর্জাতিক সক্রিয়বাদিদের উচ্ছেদ করেছে। সূত্র-বিবিসি

খবরে বলা হয় ইহুদি বসতি মালে আদুমিন ও জেরুজালেমের মধ্যবর্তী স্থানে সক্রিয়বাদিরা প্রায় ২০টি তাঁবু  খাটিয়েছিল। ইসরায়েল ওই এলাকায় নতুন করে বসতি নির্মাণের পরিকল্পনা করছে।

ইসরালেলি সুপ্রিম কোর্ট শুক্রবারে নির্দেশ দেয় যে তাঁবুতে বসবাস ছয় দিন পয্যন্ত চলতে পারে।

ফিলিস্তিনিরা আশংকা করছে যে ওই স্থানে বসতি স্থাপন ভবিষ্যত প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠ ঝুকিপূর্ণ হতে পারে।

এদিকে, ফিলিস্তিনি সক্রিয়বাদিদের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই উচ্ছেদ অভিযানে ছয় ব্যক্তি আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইসরায়েলি পুলিশ মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেছেন ওই অভিযানে কেউ আহত হয় নি।

সক্রিয়বাদিরা বলেছে তারা ওই স্থানে একটি গ্রাম নির্মাণ করতে চেয়েছিল।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!