আজ || বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে নিখোঁজের ১৬ দিন পর কৃষকের গলিত লাশ উদ্ধার       আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রতিবাদে মানববন্ধন       গোপালপুরে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ টাকা জব্দ       গোপালপুরে পোল্ট্রি বর্জ্য বৈরাণ নদীতে; বাড়ছে রোগব্যাধি       গোপালপুরে ঝড়ে পড়া গাছ কাটতে গিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু       গোপালপুরে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালে আগুন দিল উপজেলা প্রশাসন       বিষ প্রয়োগে চার বিঘা জমির ধান বিনষ্টের অভিযোগ       ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গোপালপুরে জামায়াতের বিক্ষোভ       গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ       ‘দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে’ -আব্দুস সালাম পিন্টু    
 


বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হচ্ছে: আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের দায়িত্বে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের কাজ চলছে। আলাদা সচিবালয় গঠনের জন্য প্রধান বিচারপতি এ কাজ করছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের চার বছরের অর্জন ও সাফল্য তুলে ধরতে তথ্য অধিদপ্তরে (পিআইডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তিনি সরকারের বিগত চার বছরের সাফল্য ও অর্জন তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৯৭১ সালের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় যারা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ করেছে, তাদের গ্রেফতার ও বিচার চলছে বিশেষ আদালতে। এজন্য দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

তিনি জানান, এই দুটি ট্রাইব্যুনালে মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে তিনটি মামলার বিচার কার্যক্রম শেষ পর্যায়ের রয়েছে। সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই যে বিডিআর বিদ্রোহ হয়েছিল তা সামলে নিয়ে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে বিচার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার ২০০৯ সালের ৬ জানুয়ারি জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রণন করে। গত ৫ জানুয়ারি এই সরকারের চার বছর মেয়াদ পূর্ণ হয়েছে।

দিন বদলের সনদ ভিশন-২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমান সরকার বিগত চার বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে, যা দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আইন ও বিচার বিভাগের সচিব শহিদুল হক, সংসদ ও আইন (লেজিসলেটিভ) বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!