হিন্দি ছবিতে অভিনয় করবেন হলিউডের ব্রিটনি স্পিয়ার্স। দক্ষিণের (কেরালা) প্রথম কমেডি ছবি ‘সল্ট এন পেপ্পার’ প্রযোজক সদানন্দন লুসাম সোমবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
সদানন্দন বলেন, চুক্তিতে স্বাক্ষর করা ছবির একটি সম্পূর্ণ গানে নাচবেন ব্রিটনি। ইতোমধ্যে ব্রিটনির ব্যক্তিগত এজেন্সির কাছে পাওনাও পরিশোধ করে ফেলা হয়েছে। শুটিংয়ের সময়ও নির্ধারিত হয়ে গেছে।