আজ || বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মোমেন গ্রেফতার; ফাঁসির দাবিতে মিছিল       গোপালপুরে ডেইরি ফার্ম মালিক ও আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়       গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন       বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ কাজে লাগাতে হবে -ইলিয়াস হোসেন       গোপালপুরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত       গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা       গোপালপুরে ১০ম গ্রেড প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন       গোপালপুরে জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন        গোপালপুরে ‘কল্যাণের শপথ সেবা সংঘ’র কমিটি গঠন       গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন    
 


ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্যদিয়ে সারাদেশে ১৮ দলের হরতাল পালিত

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকে সারাদেশে সকাল-সন্ধা হরতালবিক্ষিপ্ত ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্যদিয়ে পালিত হয়েছে। সকাল থেকেই রাজধানীর কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকালে মিরপুরে একটি বাসে আগুন দেয়া হয়।

বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ ও র‌্যাব সদস্যরা। হরতালের প্রথম প্রহরে রাজধানীর মিরপুরে বাসে আগুন দেয়া হয়। পান্থপথে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। তেজগাঁওয়ে কলেজের সামনে হরতাল সমর্থনকারী মিছিলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

সকাল পৌনে ৬ দিকে পিকেটাররা শাহবাগ মোড়ে মিরপুর-সদরঘাটগামী ইউনাইটেড পরিবহনের একটি গাড়ি ভাংচুর করে পিকেটাররা। একই সময় মিরপুর ৬ নম্বর প্রশিকা ভবনের সামনে একটি মিনিবাসে আগুন দেয় কেবা কারা।

সকাল সোয়া ৭টার দিকে পান্থপথে হরতাল সমর্থনকারীর মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও কলেজের সামনে হরতাল সমর্থনকারী পিকেটাররা মিছিল বের করতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। তেজগাঁও রেললাইনের কাছে একই সময়ে জামায়াত-শিবির টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়।

সকাল ৭টার দিকে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে শিবির একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় ৭/৮টি গাড়ি ভাঙচুর করে।

সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়িতে মাছের বাজার এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করে রাজপথ দখল নিয়ে নেয়। এ সময় তারা ৫/৬টি গাড়ি ভাংচুর করে। পুলিশ তাদের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর চড়াও হয়।

সকাল ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় পুলিশ ও হরতালের সমর্থনে পিকেটারদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পিকেটারদের হামলার শিকার হয়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে।

সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় ৮৪নং ওয়ার্ড যুবলীগের অফিসের সামনে কেবা কারা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বাসাবো বালুর মাঠ এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে পুলিশের অনুপস্থিতিতে শিবির মিছিল ও সমাবেশ করেছে।

সকাল ৮টার দিকে ধানমন্ডি-১৯-এ পিকেটার রাজপথে টায়ার জ্বালিয়ে হরতাল সফল করতে চাইলে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল ৯টার দিকে বনানীতে ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় সেখান থেকে দুজনকে আটক করে পুলিশ।

দুপুর ২টার দিকে নয়াপল্টন বিএনপির   কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এবং পল্টন থানার এসআই রহিম আহত হয়েছেন।  এ ঘটনায় কার্যালয়ের সামনে থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

ফারুক অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমাদের  নেতাকর্মীদের লক্ষ্য করেই ককটেল ফাটানো হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!