কে এম মিঠু, গোপালপুর
টাঙ্গাইলের গোপালপুরে বৃক্ষ উৎসব কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত।
বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাশতুরা আমীনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন, ওসি (তদন্ত) মামুন ভূঁঞা, গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শামীমা ইয়াসমীন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান হীরা।
উপস্থিত ছিলেন ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহানসহ সরকারি কর্মকর্তা ও স্কুল কলেজের প্রধানগন। পরে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার বৃক্ষ চারা বিতরণ করেন।