কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর প্রেসক্লাবের নিজস্ব জমিতে নতুন ভবন তৈরির কাজ শুরু হয়েছে।
শনিবার সকালে পৌর শহরের নন্দনপুর বাজার এলাকায় নিজস্ব জমিতে প্রেসক্লাব এবং নন্দনপুর নন্দন ক্লাব ও গ্রন্থাগার নতুন ভবন তৈরি কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
এ সময় পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি গোপালপুর জোনালের ডিজিএম মজিবুল হক মিলন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।