আজ || মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


চলে গেলেন টনি গ্রেগ

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও টেলিভিশন ধারাভাষ্যকর টনি গ্রেগ মারা গেছেন। শনিবার সকালে সিডনিতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর, অস্ট্রেলিয় সময় দুপুর পৌনে দুইটায় মারা যান টনি।
এ বছরের শুরুর দিকে টনির ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর ৮৪ দিন। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পরই টনিকে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডেভিড ফ্যাকটর সিডনি মর্নিং হেরাল্ডকে জানান সেন্ট ভিনসেন্ট হাসপাতালের জরুরি বিভাগ সর্বোচ্চ চেষ্টা করেও টনিকে বাঁচাতে পারে নি। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ৬ অক্টোবর ১৯৪৬ সালে এক স্কটিশ পরিবারে জন্ম নেন টনি গ্রেগ।

১৯৬৫ সাল থেকে তিনি ইংলিশ ক্লাব সাসেঙের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন। পরবর্তীতে ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পান টনি। ১৯৭২ সালে জুনে অ্যাশেজ সিরিজ দিয়ে টনির টেস্ট অভিষেক ঘটে। ৫৮টি টেস্ট ম্যাচ খেলে ৪০.৪৩ গড়ে ৮ সেঞ্চুরি ও ২০টি হাফসেঞ্চুরিসহ মোট ৩৫৯৯ রান করেন টনি। বল হাতে নেন ১৪১ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৭ সালে ওভালে ওয়ানডে অভিষেক ঘটে টনি গ্রেগের। টেস্টের মতো টনির ওয়ানডে ক্যারিয়ার অতটা উজ্জ্বল নয়।

মাত্র ২২টি ওয়ানডে ম্যাচ খেলে ১৬.৮১ গড়ে ২৬৯ রান করেন তিনি। বল হাতে নেন ১৯ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ‘নাইন নেটওয়ার্ক’-এর হয়ে টেলিভিশনে ধারাভাষ্য দিয়ে আসছিলেন। গত মে মাসে টনির শ্বাসনালীতে ব্রংকাইটিস ধরা পড়ে। তার শারীরিক অবস্থার উন্নতি না হলে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ফিরে আরও বেশ কিছু টেস্টের পর টনির ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!