সাভারে হলমার্ক গ্রুপের দখলকৃত জমিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী ও কান্দিবৈলারপুর মৌজায় এ উচ্ছেদ অভিযান চালান।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয় ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন জানান, হলমার্কের এই কম্পাউন্ডের মধ্যে ১০ একর সরকারি সম্পত্তি রয়েছে।এর মধ্যে এক একর ৬৫ শতাংশের ওপর একটি চারতলা ভবন ও সাতটি আধা পাকা ঘর করে সেখানে কারখানা ও গুদাম করা হয়েছে। অনেক দিন ধরে হল-মার্ক গ্রুপ সরকারি এসব সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করে রেখেছিল। এর আগে কয়েক দফায় উচ্ছেদের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। দেরিতে হলেও এসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।