নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক কর্মচারী ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার পক্ষ থেকে প্রত্যেক কর্মচারীকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, হাফকেজি করে ডাল, পেঁয়াজ ও তেল বিতরণ করা হয়।
সমিতির গোপালপুর উপজেলা কার্যালয় থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শাখার সভাপতি গোলাম ফারুক, সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী ও সমাজ কল্যাণ সম্পাদক ইউসুফ আলীসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।