আজ || বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক

আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে। রোববার দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mofa.gov.bd/index.php) ঢুকলেই নির্ধারিত পেজের বদলে হ্যাক হওয়া পেজ দেখা যাচ্ছে।

তবে সাইটের মূল হোমপেজে (www.mofa.gov.bd)‘সাইটের মেরামত কাজ চলছে’ বার্তা দেখানো হচ্ছে।

অ্যানোনঘোস্ট (AnonGhost) নামে একটি দল সাইটটি হ্যাক করেছে বলে দাবি করছে। তারা বিশ্বের সব সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে একটি বার্তাও প্রদর্শন করছে।

বার্তার শেষাংশে বলা হয়েছে, ‘আমরা অ্যানোনঘোস্ট, আমরা অসীম, আমরা ক্ষমা করি না, আমরা ভুলে যাই না, আমাদের ভয় কর।’

হ্যাকাররা কোন দেশের তা নিশ্চিত হওয়া না গেলেও পেজের একেবারে নিচে লাল রঙে ‘মৌরিতানিয়া অ্যাটাকার্স’ কথাটি উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “সাইটের মেরামত কাজ চলছে। তাই হোমপেজে গেলেই মেরামতের বার্তা দেখাচ্ছে।”

জানা গেছে, গত কয়েকদিনে বাংলাদেশ, ব্রাজিল ও গ্রিস সরকারের ১১টি গুরুত্বপূর্ণ সাইট হ্যাক করেছে অ্যানোনঘোস্ট। বাংলাদেশের সরকারের হ্যাক হওয়া সাইটগুলোর মধ্যে জাতীয় মহিলা সংস্থার সাইটও (http://www.jms.gov.bd/index.php) রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!