আজ || মঙ্গলবার, ১৪ মে ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে দারোগার মাথা ফাটানোর ঘটনায় ১৬ জনকে জেলহাজতে প্রেরণ       গোপালপুরে দারোগার মাথা ফাটিয়েছে সন্ত্রাসীরা; গ্রেফতার ১০       গোপালপুরে প্রধানমন্ত্রীর ফেয়ার প্রাইজের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ       গোপালপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেনের পদত্যাগ       উত্তর টাঙ্গাইল নূরানী মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান       গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত       গোপালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারী নিহত       গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান       গোপালপুরে জাতীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত    
 


ছোট মনির এমপি’র নামে আদালতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

রুবেল আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনিরের নামে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার হাদিরা ইউনিয়নের এইচবি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হাদিরা এইচবি কলেজ, হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়, হাদিরা ফাযিল মাদ্রাসা, ভাদুরীচর উচ্চ বিদ্যালয়, ভাদুরীচর হাবিবা সাত্তার মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণে এক বিশাল মানববন্ধনে, স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরসহ নয়জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য জনাব ছোট মনির একজন শান্তিপ্রিয় মানুষ। তার সুনামক্ষুন্ন এবং গোপালপুর-ভুঞাপুর উপজেলার উন্নয়নকে বাধাগ্রস্থ করতেই একটি কুচক্রিমহল ইন্দনে আদালতে এই মিথ্যা ও ষড়যন্ত্রমুলক অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহার করতে হবে।

স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ দাবি করেন, ছাত্রলীগ নামধারী মামলার বাদী জুয়েল উরফে ডেঞ্জার জুয়েল একজন চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী। বেশ কয়েকবার মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত হওয়ায়, উপজেলা ছাত্রলীগ ইতিপূর্বে তাকে সংগঠন থেকে বহিস্কার করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাদিরা এইচবি কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, হাদিরা হাতেমআলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, যুবলীগনেতা রোকনুজ্জামান বাদল, ছাত্রলীগনেতা হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!