কে এম মিঠু, গোপালপুর :
বাংলাদেশ স্কাউটস গোপালপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসকে সভাপতি এবং ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদারকে সম্পাদক নির্বাচিত করা হয়।
সোমবার (১৭ জুন) স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রেজা মোহাম্মদ গোলাম মাহমুদ প্রধান, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, স্কাউটস টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুবকর সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান প্রমূখ।
উপজেলার সকল মাধ্যমিক প্রাথমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারি শিক্ষকমন্ডলীগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।