কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি) গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আলী আহসান ও মো. মোস্তাফিজুর রহমান।
এসময় বেশকিছু শিক্ষানুরাগী, স্কুলশুভাকাঙ্খী এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিবৃন্দসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।