শেখ মাহদী হাসান শিবলী, বিশেষ সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা দিদার আলী খানের মৃত্যুতে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ জানুয়ার) বিকাল ৩ ঘটিকায় উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামে তাঁর নিজ বাড়ীতে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনামুই ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাছেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের তালুকদার, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আফছার আলী, মুক্তিযোদ্ধা বুরজত আলী, মুক্তিযোদ্ধা সামছুল হুদা, মুক্তিযোদ্ধা আসরাফ উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও টিপু প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে প্রয়াত মুক্তিযোদ্ধা দিদার আলী খানের বীরত্বপূর্ণ অবদান ও বাংলাদেশ আওয়ামীলীগের জন্য তার বলিষ্ঠ নেতৃত্ব ও ভুমিকা নিয়ে আলোচনাসহ তাঁর আত্মার শান্তিকামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সিরাজুল ইসলাম।