নিউজ ডেক্স : টাঙ্গাইলের মধুপুরের বোকারবাইদ এএইচবি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার স্কুলছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সমান্বয়ে রাস্তা অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
উত্যক্তকারী বোকারবাইদ এলাকার মো. তোফাজ্জল হোসেনের বখাটে ছেলে মো. সনি। বাবু নামে এক সহযোগি বন্ধুকে নিয়ে ছাত্রদলকর্মী সনির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্মের অভিযোগ জানিয়েছে গ্রামবাসী।
প্রায় দুই ঘন্টা পর মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং অপরাধীকে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে বিচার করা হবে আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।