নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গোপালপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার গোপালপুর আনন্দময়ী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
হরিপদ দে মঙ্গল এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপকমিটির সহসম্পাদক মশিউজ্জামান রোমেল, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, পৌর মেয়র রকিবুল হক ছানা, ওসি মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুব, হিন্দু-খৃস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক সাধন চন্দ্র, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র কুন্ডু, পুজা উদযাপন কমিটির জেলা সম্পাদক মুকুল চন্দ্র সাহা, গোপালপুর উপজেলা কমিটির সম্পাদক মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী চিত্তরঞ্জণ সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা প্রমুখ।
সমরেন্দ্র নাথ সরকার বিমলকে সভাপতি এবং কিশোর কুমারকে সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।