নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর ইউনিয়নে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত কবির হোসেনের (২২) দাফন সম্পন্ন হয়েছ।
গতকাল সোমবার বাদ আসর হেমনগর ডিগ্রি কলেজ মাঠে প্রথম এবং নিহতের গ্রাম ভোলারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজা নামাজে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও এলাকার সকল শ্রেণির ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, উপজেলার হেমনগর কলেজের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দু’টি গ্রুপের মাঝে দীর্ঘ দিন ধরে দ্বন্ধ চলে আসছিল। দ্বন্ধ নিরসনে গত শনিবার উভয় পক্ষ একত্রিত হলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে এতে আহত হয় ৫ জন। আহত কবির হোসেনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার ভোলারপাড়া গ্রামের ফজু মিয়ার ছেলে। সে হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।