আজ || মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


নোয়াখালীতে খাল থেকে নারীর কার্টুনভর্তি লাশ উদ্ধার

নোয়াখালীতে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) কার্টুন ভর্তি লাশ উদ্ধার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। গতকাল রোববার বিকালে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের ফিরোজ মাষ্টারের বাড়ির সামনে হাজীরহাট-বাংলাবাজার সড়কের পাশ্ববর্তী খাল থেকে এ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় লোকজন ও সুধারাম মডেল থানা পুলিশ সূত্রে জানা যাযয়, রোববার সকাল সাড়ে ১১টার এগারটার দিকে স্থানীয় এক শিশু হাজীরহাট-বাংলাবাজার সড়কের পাশে শুকনো পাতা কুড়ানোর সময় পার্শ্ববর্তী খালের পানিতে একটি কাগজের কার্টুন দেখে তা তোলার চেষ্টা করে। এ সময় ভেতরে লাশ দেখে সে বিষয়টি স্থানীয় লোকজনকে জানায়। স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বিকাল সাড়ে ৪টার দিকে সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, নিহত মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর হবে। ধারণা করা হচ্ছে অন্যকোথায়ও হত্যা করে অজ্ঞাত ওই নারীকে টেলিভিশনের কার্টুনের ভেতর ঢুকিয়ে লাশ ওই খালে ফেলে গেছে দুর্বৃত্তরা।
লাশের গলায় একটি ওড়না পেছানো, পরণে সবুজ রঙের প্রিন্টের জামা ও লাল রঙের সেলোয়ার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে লাশের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!