– মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক
কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ আগামীতে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ায় পরিণত হবে। মন্ত্রী গতকাল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্ধোধন শেষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্ক্তব্য রাখেন সাংসদ খন্দকার আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আনোয়ার হোসেন প্রমুখ। মন্ত্রী আরো বলেন, যারা এতিমদের টাকা মেরে খেয়েছেন তারা বিদেশে গিয়েও রেহাই পাবেননা। দেশে ফিরলেই তাদের স্থান হবে লাল দালান। আগামীতে মুক্তিযোদ্ধারা ঈদ বোনাস পাবেন। বিনা মূল্যে চিকিৎসা সেবা পাবেন। প্রতি উপজেলায় ২৫টি করে আবাসন সুবিধা নির্মান করা হবে। মুক্তিযুদ্ধে শহীদদের জন্য আরো স্মৃতি সৌধ নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন বাই চান্স।স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে তিনি সে কথা প্রমাণ করেছেন।