নিজস্ব প্রতিবেদক :
উৎকোচের টাকা ভাগাভাগি আর এক গ্রাহকের নামে বরাদ্ধ মালামাল অন্য গ্রাহককে দেয়ার কারণে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ মধুপুর কার্যালয়ে দুই প্রকৌশলীর মধ্যে প্রকাশ্যে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির অভিযোগ পাওয়া গেছে।
মধুপুর উপজেলার আম্বাড়িয়া গ্রামের জনৈক শহিদুল ইসলামের শ্যালো মেশিনে সেচ সংযোগের চাহিদা অনুযায়ী মুক্তাগাছার জিএম অফিস থেকে আনা মালামাল সরবরাহ নিয়ে জেষ্ঠ্য প্রকৌশলী নাজমুল হক ও কনিষ্ঠ প্রকৌশলী আমিনুল হকের মধ্যে এ হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে।
শনিবার লাঞ্চের পর অফিস কক্ষে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেচ সংযোগের মালামাল ও আর কিসব ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। চেয়ার নিয়েও চড়াও হন একে অপরের উপর।
জেষ্ঠ্য প্রকৌশলী নাজমুল হক বিষয়টি বেমালুম অস্বীকার করে এ ধরনের কোন ঘটনা ঘটেননি বলে জানান।
কনিষ্ঠ প্রকৌশলী আমিনুল হক জানান, আমি এখানে নতুন এসেছি। কিছু বুঝে উঠার আগেই তিনি আমার উপর আজ চড়াও হয়ে উঠেন।
ডিজিএম’র দায়িত্বে থাকা মাসুদুর রহমান জানান, কাগজপত্র ও মালামালের চালান নিয়ে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে অফিসিয়ালী তা মিটমাট করার ব্যবস্থা হচ্ছে।