নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। ঘটনায় গোপালপুর থানায় একটি মামলা দায়ের করে ওই ব্যবসায়িকে আদালতে সোপর্দ করেছে।
গোপালপুর থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার এসআই সুমন চন্দ্র রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হেরোইন বিক্রির সময় পৌরশহরের সূতী মীরপাড়া গ্রামের মৃত আ. লতিফের ছেলে হেরোইন ব্যবসায়ি রাখাল (৩১) কে এক গ্রাম হেরোইনসহ সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্কুলের দক্ষিণ পাশ হতে রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করে।
ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ওই ব্যবসায়িকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।