বাংলাদেশ টাইমস বিনদনঃ লিজ এবং ডিক খ্যাত অভিনেত্রী লিন্ডসে লোহান। এবছরেই তিনি পাঁচটি অনৈতিক কর্মকা�ের জন্য কমপক্ষে ছয়বার কারাবন্দী হয়েছেন। নিজের জীবনে আইনের এই দখলের জন্য তিনি বিরক্ত। নিজ কৃতকর্মের জন্য অনুশুচনা না করে উল্টো সাফাই গেয়ে সমালোচনার মুখে পড়লেন লিন্ডসে লোহান। সম্প্রতি ইউএস এর একটি সাপ্তাহিক ম্যাগাজিনকে তিনি বলেন- �ছ�বার কারাবন্দী হয়ে আমার পাবলিসিটি হয়েছে। আমার জায়গায় অন্য কোন অভিনেত্রী হলে নির্ঘাত আ�হত্যা করত।� তিনি আরও বলেন- �যখন আমি ছোট ছিলাম তখন থেকেই ক্যামেরার সামনে দাড়াতে পছন্দ করতাম।
তার মানে এই না যে আমি যে কোন ডিনার পার্টিতে অশালীন অঙ্গভঙ্গি করবো অথবা যাদের সাথে আমার ব্যক্তিগত ভাবে সম্পর্ক নেই তারা আমাকে টিএমজে ডাকবে। আসলে ৯৯ ভাগ খবরই ভিত্তিহীন।� সম্প্রতি লিন্ডসে লোহান হলিউডের প্রয়াত প্রভাবশালী অভিনেত্রী এলিজাবে- টেইলরের ভূমিকায় অভিনয় করেছেন। ছাব্বিশ বছর বয়সী এই অভিনেত্রী মনে করেন তার পেছনের অভিজ্ঞতাই তাকে প্রয়াত অভিনেত্রী এলিজাবে- টেইলর এর ভূমিকায় অভিনয় করতে সাহায্য করেছে। লিন্ডসে জানিয়েছেন- �আমি আমার কাজকে সবার আগে প্রাধান্য দেই। যা এলিজাবে- দিতো না। টেইলর শুটিং সেটে মদ্যপান করতো। আমি কখনই তা করি না। আমার কাছে সময় এবং আইন দুটোরই সমান মূল্য আছে।� [টাইমস বিনোদন ডেস্ক ]