আজ || রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন    
 


বাজারে এলো টেলিটকের থ্রিজি মডেম

বাজারে এলো রাষ্ট্রায়ত্ব মোবাইল টেলিফোন অপারেটর টেলিটকের দ্রুতগতি সম্পন্ন থ্রিজি ইন্টারনেট মডেম। নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ফ্ল্যাশ’ নামের এই থ্রিজি মডেম আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে টেলিটকের

ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমান বলেন, “ইন্টারনেট ব্যবহারকারী সব ধরনের গ্রাহকদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে এ মডেম।”

চার এমবিপিএস গতির ‘প্লাগ এন্ড প্লে’ মডেমের বৈশিষ্টগুলো তুলে ধরে তিনি বলেন, “সিমসহ এর মূল্য রাখা হয়েছে দুই হাজার ৫০০ টাকা। প্রিপেইড প্যাকেজে ১০ জিবি এবং পোস্টপেইড প্যাকেজে ১২জিবি ডাটা বিনামূল্যে দেয়া হচ্ছে।”

গত অক্টোবর মাসে টেলিটক পরীক্ষামূলকভাবে শুধু ঢাকায় থ্রিজি সেবা শুরু করে। মুজিবর রহমান জানান, আগামী ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম ও সিলেটে এ সেবা শুরু করা সম্ভব হবে।

অনুষ্ঠানে টেলিটকের বিপণন ব্যবস্থাপক সামসুজ্জোহা বলেন, “প্রাথমিকভাবে মডেমে সর্বোচ্চ ৪ এমবিপিএস গতি পাওয়া গেলেও ভবিষ্যতে চাহিদা বাড়লে গতি বাড়ানো হবে।”

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!