কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর পৌরসভার সুন্দর গ্রামের বাসিন্দা শরিফ উদ্দিনের বসতবাড়ি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্ম হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্টি এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাড়ির মালিক গোপালপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি শরিফ উদ্দিন বলেন, রবিবার দুপুরে বৈদ্যুতিক মিটার থেকে আকস্মিকভাবে সৃষ্টি হওয়া আগুন মুহূর্তেই সারা ঘরে ছড়িয়ে পড়ে। পাড়াপড়শিরা আগুন নেভাতে সহযোগিতা করলেও সমস্ত বসতঘর আগুনে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ সাত লক্ষ টাকাসহ তিন ভরি স্বর্ণালংকার ও ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
গোপালপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে দুই কক্ষ বিশিষ্ট একটি বসতঘরের সমস্তটাই পুড়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা।