আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে স্কুলের জমি বিক্রি করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে জুতা মিছিল

নিজস্ব সংবাদদাতা :

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বহিস্কার দাবি করে আজ রবিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর হাতেম আলী বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জুতা মিছিল করে স্কুলের ছাত্রছাত্রীরা।

জানা যায়, স্কুলে দানপত্র করে দেয়া একটি জমি প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল তালুকদার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ রাসেল যোগসাজশে সম্প্রতি বিক্রি করেন। পরে ওই টাকায় অন্যত্র একটি জমি স্কুলের নামে ক্রয় করেন। এ জমি বেচাকেনার সময় জমির দাম কম দেখিয়ে প্রধান শিক্ষক প্রায় চল্লিশ লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠে। এ অভিযোগের সুরাহা না হওয়ায় এলাকাবাসিরা ক্ষুব্দ হয়। আজ রবিবার দুপুরে অভিভাবকরা স্কুল ঘেরাও করলে তাতে ক্ষুব্দ ছাত্রছাত্রীরা সামিল হন। পরে জুতা মিছিল করে প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, জমি কেনাবেচায় তিনি কোন দুই নম্বরী করেননি। এলাকার একটি চক্র মেহেদী হাসান জুয়েল সরকারের নেতৃত্বে এক লক্ষ টাকার চাঁদা দাবি করেন তার নিকট। চাঁদা না দেয়ায় জুয়েলের চক্র তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের ক্ষেপিয়ে তুলে অপকর্ম করার চেষ্টা করছে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রাসেল জানান, প্রধান শিক্ষককে বেকায়দায় ফেলার জন্য একটি চক্র এ সব কর্মকান্ড চালাচ্ছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!