কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলা জাতীয় পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক, পৌর ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
প্রয়াত আব্দুল হামিদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে থানা ব্রীজ চত্বরে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক মীর আব্দুর রহীমের সভাপতিত্বে আলোচনা অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল জুব্বার সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ বেলায়েত হোসেন, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম দিপু ও ঘাটাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সম্পাদক প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব খন্দকার শহীদুল আলম রঞ্জু।