আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুর পৌরশহরের ডুবাইল বাজারে দুঃসাহসিক চুরি

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল বাজারে অবস্থিত ‘চাঁন মিঞা স্টোর’ নামের এক মনোহরী দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দোকানের সত্ত্বাধিকারী মো. চাঁন মিঞা জানান, সোমবার (২৫ জুন) রাত আনুমানিক ১১:৩০ মিনিটে দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যাই। পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলে দেখা যায়, চোরেরা রাতের অন্ধকারে দোকান ঘরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে দোকানে থাকা নগদ অর্থ, বিকাশ, ডাচবাংলা এবং ফ্লেক্সিলোডর বেশ কয়েকটি মোবাইল সেট, রিচার্জকার্ডসহ প্রায় ৭ লক্ষ টাকার দোকানের দামীদামী মালামালগুলো চুরি করে নিয়ে যায়। এনজিও ৠণের মাধ্যমে করা দোকানের সমস্ত মালামাল ও নগদ অর্থ চুরি হওয়ায় আমি এখন নিঃস্ব হয়ে পথে বসে গেলাম।

এদিকে রাতে বাজার সমিতির দেয়া দু’জন পাহারাদারের টহল থাকা সত্বেয় অভিনব কায়দায় এমন চুরির ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেছেন সাধারণ মানুষ।

ডুবাইল বাজার ও বণিক সমিতির সভাপতি মো. আবুল কাশেম জানান, বাজার সমিতির সদস্যদের নিয়ে বিভিন্ন উপায়ে অনুসন্ধান চালিয়ে চোর সনাক্ত করতে না পারায়, থানা পুলিশকে দোকান থেকে মালামালসহ নগদ অর্থ চুরি হওয়ার ঘটনাটি অবগতি করেছি।

এব্যাপারে গোপালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহরাব হোসেন জানান, পৌরশহরের ডুবাইল বাজারের এক দোকানে চুরি সংঘটিত হওয়ার একটি লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে থানা পুলিশ দ্রুত সময়ের মধ্যে চুরি সংঘটিত হওয়ার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!