নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল শিকদারপাড়া গ্রামের বাসিন্দা মৃত আহাম্মদ আলীর পুত্র মো. ফজলুল হক ফজলু (৪৫) আজ ২৭ জানুয়ারি শনিবার দুপুর ২:৩০ মিনিটে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
ডুবাইল ইমামবাড়ী দাখিল মাদরাসা মাঠে আজ শনিবার বাদ এশা মরহুমের জানাজা নামাজ শেষে ডুবাইল আটাপাড়া সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মো. ফজলুল হক ফজলুর মৃত্যুতে ডুবাইল বাজার বণিক সমিতি, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয় এবং ‘গোপালপুর বার্তা’ পত্রিকা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন।