নিজস্ব সংবাদদতা : দেশ ও বিশ্বমানবতার মঙ্গল কামনায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভাস্থ ডুবাইল পালপাড়া স্বর্গীয় মনিন্দ্র চন্দ্র পাল মহাশয়ের আঙ্গিনায় সোমবার থেকে শুরু হয়েছে শ্রী শ্রী মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্ত্তন।
প্রথম দিন আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময়সহ বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির)।
দেশের স্বনামধন্য কীর্তনীয়া দল নাম কীর্ত্তন পরিবেশন করবেন। এ নাম কীর্তন চলবে মঙ্গলবার রাত্রি পর্যন্ত। বুধবার ভোর হতে পরিবেশন হবে লীলা কীর্তন। এরপর শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ দিয়ে মহন্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
এই মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠানে সারাদেশ থেকে শতশত ভক্তবৃন্দ অংশ গ্রহন করেন। তাদের জন্য থাকার সুব্যবস্থা না থাকলেও প্রতিদিন দুইবেলা ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এ আয়োজন সকল ধর্মগোত্রের আন্তরিক সহযোগিতায় দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এলাকার হিন্দু-মুসলমান নির্বিশেষে অনুষ্ঠানকে সফল করার জন্য শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতা করে থাকে।