নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে একটি প্রভাবশালী মহল খালে বাঁধ দিয়ে বিলের পানি নিষ্কাশন বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতায় ৬শ একর জমি অনাবাদী থেকে যাচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সহস্রাধিক ক্ষুদ্র ও প্রান্তিক চাষী।
জানা যায়, উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শস্যভান্ডার বলে পরিচিত পাতিলদহ বিলের দু’ফসলী জমিতে বোরো এবং রোপা আমন আবাদ হয়। আশপাশের চন্দবাড়ী, পিচুটিয়া ও কৃষ্ণপট্রি গ্রামের সহস্রাধিক প্রান্তিক কৃষক বিলের জমির মালিক। এ বিলের ফসলই তাদের খোরাক জোগানোর একমাত্র উৎস।
সরকারি দলের নাম ভাঙ্গিয়ে চন্দবাড়ি গ্রামের সন্ত্রাসী তুলা মিয়া পিচুটিয়া খালে বাঁধ দিয়ে দু’বছর ধরে মাছ চাষ করায় পিচুটিয়া খাল দিয়ে পাতিলদহ বিলের পানি ভাটির বৃষ্টিকড়ি, সাতকড়ি ও মান্দিয়াকড়ি বিলে নামতে না পারার কারণে জলাবদ্ধতায় বিলের সব জমি অনাবাদী থেকে যাচ্ছে।
কৃষ্ণপট্রি গ্রামের আব্দুস সামাদ অভিযোগ করেন, টানা দুই বছর জলাবদ্ধতার জন্য চার দফা ফসলহানির শিকার হয়েছেন তার মতো দরিদ্র চাষীরা।
গত ২৭ নভেম্বর ওই তিন গ্রামের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা পিচুটিয়া খালের বাঁধ তুলে দিয়ে পানি নিস্কাশনের মাধ্যমে ফসল আবাদ করার সুযোগ দেয়ার দাবিতে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তের দায়িত্ব পান উপজেলা কৃষি অফিসার শফিকুর রহমান। তিনি স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দরিদ্র চাষীদেও দুর্ভোগ নিরসনের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।