আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে মাদক ব্যবসা বন্ধের দাবীতে মিছিলসহ উপজেলা পরিষদ ঘেরাও, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

গোপালপুরে মাদক ব্যবসা বন্ধের দাবীতে মিছিলসহ উপজেলা পরিষদ ঘেরাও, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

একই পরিবারে সাতজন মাদক ব্যবসায়ী

কে এম মিঠু, গোপালপুর :

আগের দিন পুলিশ মাদকসহ ব্যবসায়ীকে আটক করে আদালতে চালান দেয়। পরদিনই জামিন নিয়ে বেরিয়ে আসে। টাঙ্গাইলের গোপালপুরে এভাবেই মাদক ব্যবসায়ী আর পুলিশের ইঁদুর-বিড়াল খেলা চলছে টানা তিন বছর ধরে।

এ ইঁদুর-বিড়াল খেলা বন্ধের দাবিতে গতকাল ২৯ অক্টোবর রবিবার উপজেলার আলমনগর ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ, তরুণ-তরুণী এক বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে আসেন। তারা মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তির দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে সংক্ষিপ্ত সমাবেশের পর তারা উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিনের নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, উপজেলার আলমনগর ইউনিয়নের বীরনলহরা গ্রামের আব্দুর রাজ্জাকের পরিবারের সাত সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। এ অবৈধ ব্যবসা থেকে বিপুল টাকার মালিক হয়ে তারা এখন সন্ত্রাসী পোষছেন। কেউ প্রতিবাদ করলে তারা তাদের ভাড়াটে পোষা সন্ত্রাসীদের দিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পুলিশ এবং সাংবাদিক নামধারিরা এখান থেকে মাসিক চাঁদা নেয়।

আলমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মফিজ উদ্দীন অভিযোগ করেন, বীরনলহরা গ্রামের আব্দুর রাজ্জাক, স্ত্রী ছফেদা বেগম, দুই পুত্র সাইফুল ও সাকিব এবং নাতি রফিকুল টানা সাত বছর ধরে লাগামহীন মাদক ব্যবসা করায় এলাকার ঘরে ঘরে মাদকসেবীর সংখ্যা বেড়েই চলছে। এ মরণ নেশা থেকে রেহাই পাচ্ছেনা স্কুল-কলেজ পড়–য়া ছেলেমেয়েরাও।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, ঐ পরিবারের সদস্যদের মঝেমধ্যেই মাদকসহ গ্রেফতার করে আদালতে চালান দেয়া হয়। জামিন নিয়ে বেরিয়ে এসে আবার কুকর্মে লিপ্ত হয়।

ঘেরাও সমাবেশে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা ভাইসচেয়ারম্যান আব্দুল লতিফ (সিটি), ওসি হাসান আল মামুন, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!