কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ৪৬ তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ ফুটবল ক্যাটাগরিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় দলের কলাকুশলী ও খেলোয়ারদের সংবর্ধনা, সম্মাননা স্মারক ও নগদ টাকা প্রদান করেছে গোপালপুর উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলের কলাকুশলী ও খেলোয়ারদের ফুল দিয়ে বরণ, সম্মাননা স্মারক ও নগদ টাকা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ সিটি, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, ওসি হাসান আল মামুন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবির, চ্যাম্পিয়ন স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিক তালুকদার, ক্রীড়ানুরাগি মুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার ও প্রাক্তন স্কুল শিক্ষক মো. শামছুল হক প্রমুখ।