আজ || মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন       গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল    
 


গোপালপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর : : টাঙ্গাইলের গোপালপুর থানার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে থানা মিলনায়তনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার।

প্রবীণ শিক্ষক আলহাজ্ব শামছুল হক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার বিভিন্নজনের কাছ থেকে নানান অভিযোগ ও পরামর্শ গ্রহনের পর তিনি তার বক্তব্যে বলেন, ‘সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি ও সন্ত্রাসসহ নানামূখী অপরাধ ঠেকাতে পুলিশের পক্ষে একা কখনোই সম্ভব না। সামাজিক ও পারিবারিক সচেতনতা, আইনসংস্থা বাহিনীকে পরিচয় গোপন করে হলেও র্নিভয়ে তথ্য প্রদান করে সহযোগিতা করতে হবে।’ তিনি সচেতনতাবৃদ্ধি এবং অপরাধ ঠেকাতে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের ভিন্নভিন্ন পয়েন্টে সভা-সেমিনারের আয়োজন করা, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়াসহ সকলের পাশে থেকে একযোগে কাজ করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গোপালপুর কমিউনিটি পুলিশিং ফোরামের সম্পাদক আব্দুল জুব্বার সরকার, জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দিন, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক তালুকদার, শামীম আল মামুন, শিক্ষক আবুল কালাম আজাদ, শামীমা ইয়াসমিন ঝর্ণা প্রমূখ।

সভায় সাংবাদিক, ইউপি মেম্বার, পৌর কাউন্সিলর, সুশীলসমাজ প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ থানা ও গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!