কে এম মিঠু, গোপালপুর : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালপুর কমান্ড কাউন্সিল ও বাংলাদেশ হিন্দু-খৃস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদ গোপালপুর শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা ও হিন্দু সম্প্রদায়ের দরিদ্র ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেল পৃথক ভাবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়াম ও পৌরসভাস্থ কালীমন্দির প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগের উপকমিটির সহসম্পাদক ও এফবিসিসিআই এর পরিচালক খন্দকার মশিউজ্জামান রোমেল উপস্থিত থেকে দুইশতাধিক কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, পৌর মেয়র রকিবুল হক ছানা, ওসি মুহাম্মদ আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আবদুস সোবহান তুলা, ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দিন, সংগঠনিক কমান্ডার সমরেন্দ্র নাথ সরকার বিমল, শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুব, হিন্দু-খৃস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র কুন্ডু প্রমূখ।