আজ || মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


যুক্তরাষ্ট্রের একটি স্কুলে উন্মত্ত বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ স্কুলছাত্রসহ ২৭ জন নিহত

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে উন্মত্ত বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ স্কুলছাত্রসহ ২৭ জন নিহত হয়েছে। অ্যাডাম লানজা নামের ওই গুলি চালানোর পর আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার(বাংলাদেশ সময় শনিবার) কানেকটিকাট রাজ্যে অভিজাত এক শহরে নিউ টাউন স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ২৭ জনের পাশাপাশি গুলি চালানো ব্যক্তির লাশও উদ্ধার করেছে পুলিশ।

২০০৭ সালে ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩২ জনের প্রাণহানির পর এতবড় ঘটনা দেশটিতে আর ঘটেনি।

নিউ টাউনের স্কুলে এই প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, ঘটনার পর জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় চোখের জল ধরে রাখতে পারেননি প্রেসিডেন্ট বারাক ওবামাও।

নিউ টাউন হচ্ছে কানেকটিকাটের সবচেয়ে ধনী লোকদের বাস এবং মোট ২৭ হাজার অধিবাসীর ৯৫ শতাংশের বেশি শ্বেতাঙ্গ।

ওই রাজ্যেরই প্রাথমিক বিদ্যালয়টিতে সকালে হানা দেয় ২০ বছর বয়সি এক ব্যক্তি, যার নাম অ্যাডাম লানজা বলে পুলিশ জানিয়েছে। ওই ব্যক্তি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

রাজ্য পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট পল ভান্স জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ শিশুর লাশ উদ্ধার করে, যাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। সেই সঙ্গে হামলাকারীসহ সাতজন বয়স্ক ব্যক্তির লাশও উদ্ধার করা হয়।

পরে হাসপাতালে মৃত্যু হয় দুই শিশুর। এছাড়া পরে ঘটনাস্থলের পাশে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। সব মিলিয়ে নিহতের সংখ্যা ২৮ জন বলে পল ভান্স জানান।

তবে কী কারণে তিনি স্কুলশিশুদের হত্যা করলেন, তা এখনো জানা যায়নি। তবে তার ভাই রিয়ান লানজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এই ঘটনার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। এই শিশুদের বাবা-মা, বোন, স্বজন, সবার জন্য আমাদের মন আজ ব্যথিত।

এই ঘটনায় সান্ত্বনা জানানোর ভাষা আমার নেই, কান্নাজড়িত কণ্ঠে বলেন ওবামা।

ঘটনার আকস্মিকতায় হতভম্ব কানেকটিকাটের রাজ্য গভর্নর ড্যানেল ম্যালয় সাংবাদিকদের বলেন, “আজ আমাদের এখানে শয়তান নেমে এসেছিল।”

স্থানীয়দের উদ্ধৃত করে নিউ উয়র্ক টাইমস জানায়, অ্যাডাম লানজার মা ওই বিদ্যালয়ের শিক্ষক। অ্যাডাম বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে জড়িয়ে চারটি অস্ত্র সঙ্গে নিয়ে বিদ্যালয়ে ঢুকে পড়ে। এরপর তার মাসহ সব শিশুর ওপর গুলি চালাতে থাকে। এরপর নিজের ওপর গুলি চালান অ্যাডাম।

একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলের পাশে যে লাশটি পাওয়া গেছে, তা অ্যাডামের মায়ের।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!