নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহত কবির হোসেনের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে আজ সোমবার সকালে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে থানা ফটকের সম্মুখে জমায়েত হয়ে সমাবেশ করে।
সমাবেশে অবিলম্বে কবির হোসেনের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, নিহত কবির হোসেনের খুনিদের পরিচয় স্পষ্টতা হওয়া ও তারা প্রকাশ্যে ঘুরে বেরালেও একটি মহলের তদবিরে আইন শৃংখলা বাহিনী তাদের গ্রেফতারে গাফিলাতি করছে।
উল্লেখ্য, উপজেলার হেমনগর কলেজের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দু’টি গ্রুপের মাঝে দীর্ঘ দিন ধরে দ্বন্ধ চলে আসছিল। দ্বন্ধ নিরসনে গত ৩ সেপ্টেম্বর শনিবার উভয় পক্ষ একত্রিত হলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে এতে ৫ জন আহত হয়। গুরতর আহত কবির হোসেনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৩ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত কবির (২২) উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামের ফজু মিয়ার ছেলে।