নিজস্ব সংবাদদাতা :
’শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গোপালপুরের হেমনগর ইউনিয়ন পরিষদ ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজনে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
হেমনগর ইউনিয়ন পরিষদের সিনিয়র সদস্য আব্দুল বারেক এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, বেলুয়া জনতা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মিয়া, নইম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা বেগম, বিকশিত নারী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আনজু আনোয়ারা ময়না, সুজন-সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা শাখার সম্পাদক মাহবুব রেজা সরকার।
অনুষ্ঠানে সাধারন জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন শেষে শিক্ষক-ছাত্রছাত্রীসহ সর্বস্তরে জনগনের অংশ গ্রহনে একটি র্যালী বিদ্যালয় মাঠ প্রদক্ষিণ করে মূল সড়কে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন স্থানীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, বিকশিত নারি নেটওয়ার্ক, সুজন-সুশাসনের জন্য নাগরিক, উজ্জীবক ও ইয়ূথ এন্ডিং হাঙ্গার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন।