কে এম মিঠু :
‘জঙ্গিবাদ নিপাত যাক, মানবতা তথা ইসলাম মুক্তিপাক’ প্রতিপাদ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখা গতকাল শনিবার দুপুরে গোপালপুর থানার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মানববন্ধনে অংশ নেন, গোপালপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল জলিল, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুব, উপজেলা পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম রফিকুল ইসলাম, সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, শিক্ষক নেতা বদিউজ্জামান শিকদার, গজনবী লেবু, সুজন কুন্ডু প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করে।