নিজস্ব প্রতিবেদক :
গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়ন পরিষদের ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০১৬-২০১৭ অর্থ বছরের আয় ৬২৬০০০০ টাকা ও ব্যয় ৬১৯৬৬৬৭ টাকা এবং উদ্ধৃত্ব ৬৩৩৩৩ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণা উপলক্ষে পরিষদের চেয়ারম্যান এম হোসেন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আবুল হোসেন, ইউপি সদস্য মো. দুলাল উদ্দিন, মো. গোলাপ হোসেন, মোছা. রাশেদা বেগম, মোছা. মমতাজ বেগম ও মোছা. শেফালি বেগম প্রমূখ।
কর আদায়, পরিষদ কর্তৃক লাইসেন্স ও পারমিট ফি, ইজারা, অযান্ত্রিক যানবাহনের ফি ও অন্যান্য প্রাপ্তিতে ৬২৬০০০০ টাকার আয় ঘোষণা করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে বাজেট উপস্থাপন করেন পরিষদের সচিব আব্দুল কদ্দুছ।