নিজস্ব সংবাদদাতা :
গোপালপুর পৌরসভার পাঁচ মেয়াদের সাবেক চেয়ারম্যান পৌরশহরের ডুবাইল গ্রামের বাসিন্দা বিশিষ্ট্য সমাজসেবক এম এ জাব্বার (৭০) আজ রবিবার সকাল ৭ টা ৩০ মিনিটে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি প্রায় দুই বছর যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ বাদ আসর ডুবাইল হাইস্কুল মাঠে তাঁর জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
এম এ জাব্বার এর মৃত্যুতে গোপালপুর পৌরসভা, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, গোপালপুর বার্তা ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।