নিজস্ব প্রতিবেদক :
সপ্তাহ ব্যাপী বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে গোপালপুর পল্লী বিদ্যুত যোনাল অফিসের উদ্যোগে আজ রবিবার বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালিটি অফিস প্রাঙ্গণ হতে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার, ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১, গোপালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন মিঞা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সোবাহান তুলা, এজিএম (কম) আব্দুস সবুর, ইসি আব্দুল মতিন, জুনিয়র ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, এপিএ সহযোগি আতিকুল হায়দার, আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।