নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা মহিলা ক্লাবের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী রোমানা শারমিন রুমিকে সংবর্ধিত করেছে উপজেলা মহিলা ক্লাব।
মঙ্গলবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরুননেছা মহিলা কলেজের অধ্যাপক নারগিস আরা ডলি।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠা-ু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সানোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফরিদুল হাসান, সংবর্ধিত সভাপতি উপজেলা মহিলা ক্লাব রোমানা শারমিন রুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামী লীগের সভাপতি এম এম রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনা হেনা, সম্পাদক কল্পনা রাণী দেব, শামীমা ইয়াসমিন ঝর্ণা, কানিজ ফাতেমা রুমি, আনজু আনোয়ারা ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।