আজ || রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন       গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ    
 


সমাবেশ সফল করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া

২৮ নভেম্বরের সমাবেশ সফল করতে দলের নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত পৌনে ৯টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা ও আশপাশের জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া।

ওই বৈঠকে শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যগড়ে তোলার আহবান জানিয়ে খালেদা জিয়া বলেছেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে এবারের সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রায় ২৫ মিনিটের এই বৈঠকে খালেদা জিয়া বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে বাধ্য করা হবে।

 

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, মানিকগঞ্জ জেলা বিএনপির নেতা আফরোজা খান রিতা, ডেমরার সালাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!