আপনারা নিশ্চই শুনেছেন বসুন্ধরা সিটি তে 3D মুভি চালু হবে।সেই কথাটাই এখন সত্যি হতে যাচ্ছে।
বাংলাদেশ এ এই প্রথমবার এর মত আগামিকাল শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হচ্ছে দি এমেজিং স্পাইডারম্যান 3D।
আগামীকাল এর শো-টাইম নিচে ছবি আকারে দিয়ে দিলাম।
এই ছবির টিকেটের দাম একটু বেশি হবে।টিকিটের দাম কত টাকা হবে তা নিচের ছবিতেই দেখে নিন।
আশা করি সবাই এই খবর শুনে খুশি হবেন এবং দেখতে যাবেন।আমিও দেখার জন্য উদগ্রীব হয়ে আছি দেখার জন্য।
বিস্তারিত জানতে এখান থেকে ঘুরে আসুন।
সুত্রঃ স্টার সিনেপ্লেক্স।